সরকারি হাসপাতালের শৌচাগারের বেহাল দশা,সুস্থ হওয়ার চেয়ে অসুস্থ হওয়ার ঝুঁকি বেশি
রাজধানীর সরকারি হাসপাতালগুলোতে টয়লেট ব্যবহারের পরিস্থিতি চরম বেহাল। অপরিষ্কার শৌচাগার, দুর্গন্ধ, এবং পানির অভাব-এই তিনটি সমস্যা প্রায় সবার চোখে পড়ে। চিকিৎসার জন্য আসা রোগী এবং তাদের স্বজনরা নিতান্তই বাধ্য হয়ে এই অস্বাস্থ্যকর টয়লেটগুলো ব্যবহার করছেন।
